সংক্ষেপে সপ্ত মহাদেশ
![]() |
সংক্ষেপে সপ্ত মহাদেশ |
*অস্ট্রেলিয়া»
আয়তন : ৭৬,৮২,৩০০ বর্গ কিমি।
সর্বোচ্চ দূরত্ব : পূর্ব পশ্চিমে ৩,৯৮৩, উত্তর দক্ষিণে ৩,১৩৮কিমি।
উপকূল রেখা : ৫৯,৭৩৬ কিমি৷
সর্বোচ্চ স্থান : মাউন্ট কোসিউস্কো (২,২২৮মিটার)।
সর্বনিম্ন স্থান : লেক আয়ের (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬ মিটার নিচু)।
*আন্টার্কটিকা»
আয়তন : ১,৩৬,০০,০০০ বর্গ কিমি।
সর্বোচ্চ দূরত্ব : আন্টাকটিকা পেনিনসুলা থেকে উইলহেলম দ্বিতীয় উপকূল(৫৫৫০কিমি)।
উপকূল রেখা : ৩১৯০০কিমি।
সর্বোচ্চ স্থান : ভিনসন ম্যাসিফ (৫১৪০মি)।
সর্ব নিম্ন স্থান : সমুদ্রপৃষ্ঠ।
প্রধান পর্বতশ্রেণী : আন্টার্টিকা পেনিনসুলা এলসওয়ার্থ, প্রিন্সচার্লস , ট্রান্সআন্টার্কটিক, হোয়াইটমোর।
প্রধান হিমশৈল : বিয়ার্ডমোর, ল্যামবার্ট, রেনিক, সাপোর্টফোর্স।
প্রধান হিমস্তর : আমেরি, ফিলশনার, লারসেন, রন, রস
*আফ্রিকা »
আয়তন : ২,৯৮,০০,০০০বর্গ কিমি।
সর্বোচ্চ দূরত্ব : পূর্ব পশ্চিমে ৭৫৬৪কিমি, উত্তর দক্ষিণে ৮০৪৭ কিমি।
উপকূল রেখা : ৩৬৮৮৮ কিমি।
জনসংখ্যা : ৮৩,১৪,৩৭,০০০।
ঘনত্ব : ২৮জন প্রতি বর্গকিমিতে।
সর্বোচ্চ স্থান : তানজানিয়ার কিলিমাঞ্চারো পর্বত শিখর (৫৮৯২মি)।
সর্বনিম্ন স্থান : জিবুটির লেক আসাল সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৫মি. নীচে৷
প্রধান পর্বতশ্রেণী : আহাগার, অ্যাটলাস, ড্রাকেন্সবার্গ, রুয়েনজোরি, ডিসেটি৷
প্রধান নদনদী : কঙ্গো, লিমপোপো, নাইজের, নীল, অরেঞ্জ, জাজে।
প্রধান হ্রদ : অ্যালবার্ট, চাদ, নায়াসা, টাঙ্গানিকা, তুর্কানা, ভিক্টোরিয়া।
প্রধান মরুভূমি : কালাহারি নামিব, সাহারা।
*ইউরোপ»
আয়তন : ৯৬,৯৯,০০০বর্গ কিমি।
সর্বোচ্চ দূরত্ব : পূর্ব পশ্চিমে প্রায় ৬৪০০কিমি, উত্তর দক্ষিণে উপকূল রেখা ৬০৯৭৩ কিমি।
জনসংখ্যা : (২০০২)- ৭০,১১, ৮৬০০০|
ঘনত্ব : ৬৭জন প্রতি বর্গকিমিতে।
সর্বোচ্চ স্থান : মাউন্ট এলব্রুস (৫৬৪২মি)।
সর্ব নিম্ন স্থান : কাস্পিয়ান সাগরের সমুদ্রতট, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮মি. নীচে৷
প্রধান পর্বতশ্রেণী : আল্পস অ্যাপেলাইন, বলকান, কার্পেথিয়ান, ককেশাসপিরেনিজ, সিয়েরা নেভাডা।
প্রধান নদনদী : দানিয়ুব, ডন, এলবে, রাইন, রোন, সেইন, ভলগা।
প্রধান হ্রদ : কাস্পিয়ান সাগর, লাভোগা।
প্রধান দ্বীপ : বালেরিক, কর্সিকা, ক্রিট, ফারো, গ্রেট ব্রিটেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, মাল্টা, সার্ডিনিয়া, সিসিলি।
* উত্তর আমেরিকা»
আয়তন :২,১৫,১০,০০০বর্গ কিমি। -
সর্বোচ্চ দূরত্ব : পূর্ব পশ্চিমে ৬৪০০কিমি উত্তর দক্ষিণে ৭২০০ কিমি।
জনসংখ্যা : (২০০২) - ৪৯,৫৩, ৬৯,০০০ ।
উপকূল রেখা : ৩,০০,০০০ কিমি।
ঘনত্ব : ২০জন প্রতি বর্গকিমিতে।
সর্ব নিম্ন স্থান - ব্যাড ওয়াটারের কাছে ডেথ ভ্যালি, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬মি. নীচে।
প্রধান পর্বতশ্রেণী-আলাস্কা, অ্যাপালোশিয়ান, কাসকেড, কোস্ট, রকি, সিমাসে সিয়েরা নেভা
প্রধান নদনদী আরকানসাস, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেঞ্জার, মাকেনজি মিসিসিপি, মিসৌরি, নেলসন, ওহিমো, রিও গ্রান্ডে, সেন্ট লরেন্স, ইউকোন। প্রধান হ্রদ আথাবাসকা, এরি, গ্রেট বিয়ার, গ্রেট সল্ট, গ্রেট ব্রেড, হর
মিশিগান, নিকারাগুয়া, ওন্টারিও, সুপিরিয়র, উইনিপেগ।
প্রধান মরুভূমি চিহুয়াহুয়ান, কলোরাডো, গ্রেট বেসিন, মোজাভে, পেইটেড, সোনোৱান, ডিজকাইনো, ইউমা।
প্রধান জলপ্রপাত নায়াগ্রা, রিবন, সিলভার স্ট্র্যান্ড, তাকাকাও, ওসেমিতে। প্রধান দ্বীপ – কিউবা, গ্রিনল্যান্ড, হিসপ্যানিওলা জামাইকা, নিউফাউন্ডল্যান্ড,পুয়ের্তো রিকো,ভ্যাঙ্কুবার।
•দক্ষিণ আমেরিকা,
আয়তন – ১,৭৫,৯৮,০০০ বর্গ কিমি। সর্বোচ্চ দুরত্ব - পূর্ব-পশ্চিমে ৫১৫০ কিমি, উত্তর দক্ষিণে ৭৬৪৫ কিমি।
ঊপকূল রেখা- ৩২,০০০ কিমি।
জনসংখ্যা (২০০২)- ৩৫, 28, 18,000
ঘনত্ব ২০জন প্রতি বর্গকিমিতে।
সর্বোচ্চ স্থান - আর্জেন্টিনার অ্যাকনকাণ্ডয়া পর্বত শিখর (৬৯৫৯মি)।
সর্ব নিম্ন স্থান - আর্জেন্টিনার ভালদেশ পেনিনসুলা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মি. নীচো প্রধান পর্বতশ্রেণী আন্দিজ, ব্রাজিলিয়ান হাইল্যান্ডস, ওয়ানা হাইল্যান্ডস। প্রধান নদনদী আমাজন, মাডেইরা, ম্যাগডালেনা, ওরিনোকো, প্যারায়ে পারানা, পিলকোমারো, পুরুস, সাও ফ্রান্সিসকো, উরুগুয়ে।
প্রধান হ্রদ-মিরিম, পোপো, টিটিকাকা, মারাকাইবো।
প্রধান মরুভূমি আটাকামা, প্যাটাগোনিয়া।
প্রধান জলপ্রপাত এঞ্জেল,কুকেনান।
প্রধান দ্বীপ ফকল্যান্ড, মারাজো, গালাপাগোস, তিয়েরা ডেল ফুয়েগো।
প্রধান উপসাগর, ওয়াকুইল, মান জরময়
*এশিয়া»
আয়তন : ৪,৩৯,৯৮,০০০ বর্গ কিমি।
সর্বোচ্চ দুরত্ব : পূর্ব পশ্চিমে ৯,৭০০কিমি উত্তর দক্ষিণে ৮,৬৯০ কিমি।
উপকূল রেখা :১,২৯,০৭৭ কিমি।
জনসংখ্যা : (২০০২) ৩৭৯, ৯,৭১,000 |
ঘনত্ব : ৮৬ জন প্রতি বর্গকিমিতে।
সর্বোচ্চ স্থান : মাউন্ট এভারেস্ট (৮,৮৫০মি)।
সর্ব নিম্ন স্থান : লোহিত সাগরের সমুদ্রতট, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯৯মি নীচে৷
প্রধান পর্বতশ্রেণী : আলতাই, হিমালয়, এলবুর্জ হিন্দুকুশ, কারাকোরাম, কুনলুন, কিলিয়ান, কিং লিস্তানেভেয়, তিয়ান শান, জাগরোস, আবলোনোভি।।
প্রধান নদনদী: গঙ্গা, আমুর, ব্রহ্মপুত্র, ইউফ্রেটিস, হোয়াং, সিন্ধু, ইরাবত্রী, লেনা, মেকং, মেমাস, ওব, টাইগ্রিস, ইয়োনসি জি ইয়াংসে সালউইন।
প্রধান মরুভূমি : গোবি, রুব, আল খাল,কিজলকুম, কারাকুম, টাকলামাকান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন