ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) ইরশাদ করেন যে, ইসলামের বুনিয়াদ পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্ব প্রথম লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেয়া অর্থাৎ একথা স্বীকার করা যে, আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই এবং মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসুল তারপর নামায কায়েম করা, যাকাত আদায় করা, হজ পালন করা, রমযানুল মুবারকে রোযা রাখা ।
-বুখারী ও মুসলিম কালিমা না জানলে ও আন্তরিকভাবে স্বীকার না করলে কেউই মুসলমান বা ঈমানদার হতে পারে না। নিম্নলিখিত কালিমাগুলো মুখে উচ্চারন করা ও অস্তরে বিশ্বাস করে মান্য করা মুসলমানদের জন্য প্রথম ফরজ। প্রথম কালিমায়ে তাইয়্যিবা
'তাইয়্যিব' অর্থ পবিত্র। মানুষ যখন বেদ্বীন বা কাফির থাকে, তখন সে অপবিত্র থাকে। এ কালেমা পাঠ করে ও অন্তরে বিশ্বাস করে সে পবিত্র হয়।
কালিমা তাইয়্যিবা (পবিত্র বাক্য)
উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুসুল্লাহ অর্থ : আল্লাহ ব্যতীত আর কোন মা বুদ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহ তাআলা র প্রেনিত রসূল।
কালিমা শাহাদাৎ (সাক্ষ্য বাক্য)
উচ্চারণ : আশহাদু আলা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়াআশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত আর কোন মা'বুদ নেই তিনি একক, তার কোন শরীক নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও প্রেরিত রাসূল।
কালিমা তাওহীদ (একত্ববাদ বাক্য)
উচ্চারণ : লা-ইলাহা ইল্লা আস্তা ওয়াহিদাল লা-ছানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুত্তাকীনা রাসলু রাব্বিল আলামীন
অর্থ : হে আল্লাহ্! তুমি ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নেই। তুমি একক, তোমার দ্বিতীয় কেউ নেই। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, মুত্তাকীনদের (ধর্মভীরুণদের ইমাম ও বিশ্বপ্রতিপালকের প্রেরিত রাসূল।
কালিমা তামজীদ (গুণ বাক্য)
উচ্চারণ : লা-ইলাহা ইল্লা আন্তা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহী মাইয়্যাশায় মুহাম্মদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন
অর্থ : তুমি ব্যতীত আর কেউ মা'বুদ নেই। ভূমি জ্যোতির্ময় আল্লাহ। তোমার নূর দ্বারা যাকে ইচ্ছা তাকে সৎপথ প্রদর্শন কর, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, তিনি সমস্ত রাসূলের ইমাম, সমস্ত নবীর শেষ নবী।
কালেমায়ে রদ্দে কুফর
الله إني أعـوديـك مـن أن أشرك بـك شـيـنـا ونـؤمـن يـم واستغفرك ما أعلم به وما لا أعلم به واتوب وأمنت واقول أن
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্ন। আউযুবিকা মিনআন উশরিকা বিকা শাই'য়াও ওয়া নু'মিনু বিহী ওয়াস্তাগফিরুকা মা আ'লামু বিহী ওয়ামালা আলামু বিহী ওয়াআতুবু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ ।
অর্থ : হে আল্লাহ! আমি সত্যি সত্যিই তোমার নিকট আশ্রয় ভিক্ষা করছি, যেন কাউকে তোমার শরীক জ্ঞান না করি। আমার জ্ঞাত ও অজ্ঞাত পাপ থেকে ক্ষমা চাচ্ছি এবং তা থেকে তওবা করছি। আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে, আল্লাহ্ ব্যতিত কোন মা'বুদ নেই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল।
ইমানে মুজমাল (সাধারণ বিশ্বাস)
منت بالله كما هو يـاسـمـانـم وصـفـاتـه وقبلت جميع
حكامه وارگانه *
উচ্চারণ : আমানতু বিল্লাহি কাম হুয়া বিআসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়া কাবিলতু জামীয়া আহ্কামিহী ওয়া আরকানিহী ।
অর্থ : আল্লাহ্ এবং তার সমস্ত নাম ও গুণের ওপর বিশ্বাস স্থাপন করলাম এবং তার আদেশ ও বিধানসমূহ মেনে নিলাম।
ইমানে মুফাচ্ছাল (বিস্তারিত বিশ্বাস)
امنت بـالـلـه ومـلاتـكـتـه وكـيـه و رشـلـم والـيـوم الأخـر والقدر خيره وشره مـن الله تعالى والبعث بعد الموت *
উচ্চারণ : আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহি ওয়া রসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তা'আলা ওয়াল বা’ছি বা'দাল মাউত
অর্থ : আল্লাহ্, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর প্রেরিত রাসূলগণ, কিয়ামত, তাকদীর, যাবতীয় ভাল-মন্দ আল্লাহ্ তা'আলা হতে (সৃষ্ট) ও মৃত্যুর পর পুনরুত্থান প্রভৃতির উপর আমি বিশ্বাস স্থাপন করলাম।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন