Header Ads

Header ADS

Tense

 Tense


Tense (কাল): কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে Tense বলে।

ইংরেজি ভাষা শেখা ও লেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব অপরিসীম। তাই Tense কে ইংরেজি ভাষার প্রান অর্থাৎ Soul of English Language বলে।

Tense প্রধানত তিন প্রকার। যথাঃ

1. Present Tense (বর্তমান কাল): কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বুঝালে এর কালকে Present Tense বলে। যেমন: আমি স্কুলে যাই I go to school.

যেমন - আমি স্কুলে যাচ্ছি - I am going to school.

2. Past Tense (অতীত কাল): কোনো কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে এর কালকে Past Tense বলে। যেমন -

আমি গিয়েছিলাম – I went to school. - আমি স্কুলে যাচ্ছিলাম - I was going to school.

3. Futurte Tense (ভবিষ্যৎ কাল): কোনো কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে এর কালকে Futurte Tense বলে। যেমন -

আমি স্কুলে যার I shall go to school.

আমি স্কুলে যেতে থাকব - I shall be going to school,

প্রতিটি Tense-কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন:

1.Present Tenses

 1.Present Indefinite

2.Present Continuous

3.Present Perfect

4.Present Perfect Continuous

2.Past Tense

1.Past Indefinite

2.Past Continuous

3.Past Perfect

4.Past Perfect Continuous

3.Futurte Tense

1.Futurte Indefinite

2.Futurte Continuous

3.Future Perfect

4.Future Perfect Continuous


1.Present Tense


Present Indefinite Tense

সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে Procesent Indefinite Tense বলে। চিনবার উপায় : বাংলা ক্রিয়াপদের শেষে ই.এ.য়. ও ইত্যাদি থাকে, যেমন-যাই (যা+ই), যাও (মাণও), যায় (যা+য়) ইত্যাদি।


গঠন প্রণালী: Subject এর পর verb এর present রূপ ব্যবহৃত হয়। subject যদি Third person singular number হয়, তবে verb এর শেষে s বা es যোগ হয়।

উদাহরণঃ

আমি যাই – I go - তুমি যাও- You go সে যায় He goes

Note: চিরন্তন সত্য (Universal truth) বা, বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বুঝাতে Present Indefinite Tense হয়। যেমন:

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- The earth moves round the sun. সূর্য পূর্ব দিকে উঠি- The sun rises in the eart.

সে প্রত্যহ এখানে আসে- He comes here every day. আকবর বাংলা প্রবর্তন করেন- Akbare innovates Bangla year


Present Continuous Tense


সংজ্ঞাঃ কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে Present Continuous Tense বলে।


চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ ইতেছে (সাধু রূপ)/ছি, ছ. ছে. ছি. ছ. ছেন চৈলিত রূপ)থাকে। গঠন প্রণালি: Subject এর পর Number ও Person অনুসারে am, is, are বসে এবং এরপর মূল Verb এর শেষে ing যোগ হয়। অর্থাৎ Subject + am/is/are + মূল Verrb এর সাথে ing উদাহরনঃ আমি যাইতেছি } - আমি যাচ্ছি - I am going (goting)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.