Header Ads

Header ADS

Biography of John Locke

জন লক (John Locke)

(1632-1704)

Photo : John Locke






ব্রিটিশ দার্শনিক জন লক ১৬৩২ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সমারসেট কাউন্টি-এর রিংটন (Wrington) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড (Oxford) বিশ্ববিদ্যালয়ে দর্শন, বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। ১৬৭৯ খ্রিস্টাব্দে রাজাকে হত্যা করার ষড়যন্ত্রে তিনি ছিলেন অন্যতম সন্দেহভাজক ব্যক্তি। এই কারণে তিনি রাজরোষে পতিত হন ও ১৬৮৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ড পরিত্যাগ করে নেদারল্যান্ডে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করেন। সেখানে রাজকুমার উইলিয়াম এবং রাজকুমারী মেরীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ১৬৮৯ খ্রিস্টাব্দে উইলিয়ম (William of Orange) ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করার পর লক ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন।


লকের উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে 'Essay on Human Understanding সর্বাধিক প্রসিদ্ধ। এই গ্রন্থে তাঁর জ্ঞানসম্পর্কীয় মতবাদ আলোচিত হয়েছে। জ্ঞানের বিষয়, উৎস ও সীমা নির্ধারণ করা গ্রন্থটির উদ্দেশ্য। তিনি বেকন প্রবর্তিত দৃষ্টিবাদের উত্তরসূরী। বাহ্যিক জগৎ কীভাবে জ্ঞাত হয় এই আলোচনা প্রসঙ্গে তিনি প্রতিরূপী বস্তুবাদ (Representative Realism) প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে বাহ্যিক বস্তু ধারণার মাধ্যমে পরোক্ষভাবে জ্ঞাত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.