Header Ads

Header ADS

 

কম্পিউটারের বিভিন্ন অংশ ও তাদের কাজ

কম্পিউটারের মূল মন্ত্রাংশসমূহের পরিচয় :


যে কোন কম্পিউটারের মূল চারটি অংশ থাকে, যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত কাজ সম্পন্ন হয়। এগুলি হল (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট ও মেমরী ইউনিট।


সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) : সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হল কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটি তথ্য বিশ্লেষণ করা ছাড়াও কম্পিউটারের ভিতরের ও কম্পিউটারের সাথে যুক্ত সমস্ত যন্ত্রাংশকে নিয়ন্ত্রন করে। এক কথায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এর প্রধান অংশগুলি হল কনট্রোল ইউনিট, (CU) ও এরিথমেটিক এন্ড লজিক ইউনিট (ALU)। প্রসেসিং


আজকের যুগের সমস্ত কম্পিউটারে সেন্ট্রাল ইউনিটটি সাধারনত একটি ক্ষুদ্র চাপের ভিতর থাকে, যাকে কম্পিউটারের পরিভাষায় মাইক্রোপ্রসেসর বলে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং অন্যান্য যন্ত্রাংশ ক্যাবিনেট নামক বাক্সের মধ্যে রাখা থাকে। ইনপুট ডিভাইসের মাধ্যমে যে নির্দেশ দেওয়া হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর মাধ্যমে বিশ্লেষণের পর তার ফলাফল আমরা কম্পিউটারের পর্দায় দেখতে পাই। ক্যাবিনেটের একটি আংশের সাহায্যে বিদ্যুৎ সংযোগ থাকে ।।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.