Number(বচন) | Singular Number থেকে Plural Number করার নিয়ম
Number (বচন)
Number (বচন) : Noun ও Pronoun এর সংখ্যাকে Number বলে। Number দু' প্রকার - (1) Singular Number (এক বচন), (2) Plural Number (বহু বচন).
1.Singular Number : যখন কোন Noun বা Pronoun দ্বারা একজন ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তখন তাকে Singular Number বলে। যেমন Book Dog. My, Girl, Boy, ইত্যাদি।
2.Plural Number : যখন কোন Noun বা Pronoun দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তখন তাকে Plural Number বলে। যেমন- Books, Dogs. We, Our, Girls Boys ইত্যাদি।
Singular Number থেকে Plural Number করার নিয়ম :
(i) সাধারণভাবে Singular Noun এর শেষে 's' যোগ করেই Plural করা হয়ে থাকে। যেমন- Cat = Cats, Book = Books, Apple = Apples
(ii) যে সব Noun এর শেষে es, sh, s, ch (চ-এর) মত উচ্চারিত হলে এবং x বা z থাকলে সেই সব Noun থেকে Plural করতে হলে 'es' যোগ করতে হয়। যেমন:- Gas = Gases. Topaz = Topazes Bench = Benches
(iii) যদি কোন Noun এর শেষে ch থাকে আর তার উচ্চারণ ' চ ' এর মত না হয়ে ক এর মত হয় তবে তার শেষে es এর পরিবর্তে শুধু ও যুক্ত হয়। যেমন - Monarch (মনার্ক) রাজ- Monarchs, Stomach (is) পাকস্থলী - Stom. ac
(iv) যদি কোন Noun এর শেষে যদি থাকে এবং তার পূর্বে Consonant থাকে তবে তার শেষে es যোগ করতে হয়। যেমন- Cargo = Cargoes, Mango = Mangoes , Hero = Hero
(v) যদি কোন Noun এর শেষে 'o' থাকলে এবং তার পূর্বে vowel থাকলে Plural করবার সময় শুধু 's' যোগ করতে হয়। যেমন- Studio = Studies , Bamboo = Bamboo
(vi) যদি কোন Noun এর শেষে যদি বা fe থাকে তবে তাকে plural করতে হলে এর স্থলে বসিয়ে es যোগ করতে হয়। যেমন- Life Lives Knife = Knives, Wife = Wives
(vii) যদি Noun এর শেষে 'ff' থাকে তবে শুধু যোগ করে plural করতে হবে। যেমন – Buff Buffs , Cliff= Clif
(viii) এমন কতগুলি Noun আছে যার শেষে f বা fe থাকলে-এ শুধু 's' যোগ করতে হয়। যেমন – Chief = Chiefs, Roaf = Roofs
(ix) Noun এর শেষে y থাকলে এবং y এর পূর্বে consonant থাকলে y এর y জায়গায়। এবং তারপর es যোগ করে plural করতে হয়। যেমন– Fly = Flies, Baby = Babies, Body = Bodies.
(x) যদি Noun এর শেষেy থাকে এবং তার আগে vowel থাকে তবে Noun এর শেষে 's' যোগ করে plural করতে হয়। যেমন- key = keys , your = yours, Day = Days, Boy = Boy
(xi) এমন অনেকগুলি Noun আছে যা Plural করবার সময় vowel পরিবর্তন করে plural কর হয়। যেমন- Mouse = Mice, Foot = Feet , Man = Men, Goose = Geese.
(xii) এমন কয়েকটি Noun আছে যাদের Singular ও Plural এ একটিই রূপ থাকে অর্থাৎ Singular থেকে Plural এ করার সময় কোনরূপ পরিবর্তন। হয় না। যেমন – Rice Rice Deer Deer, Cannon Cann
(xiii) একাধিক word দ্বারা গঠিত Noun গুলির plural করতে হলে ঐ word- গুলির মধ্যে যেগুলি প্রধান তার সঙ্গে 's' যোগ করে plural করতে হয়। যেমন- Son's-in-law , Father's-in-law .
এরও ব্যতিক্রম আছে। সেগুলি হল :
যেমন: Man servant = Maid servant , Noble Man = Noble Men.
(xiv) কিছু কিছু noun এর শেষে আবার 'n' যোগ করে plural করতে হয়। যেমন - Ox = Oxen, Child = Children
এমন কতগুলি noun আছে যেগুলির শেষে 's' বা 'es যুক্ত থাকে, উচ্চারণ plural এর মত আসলে সেগুলি সব সময়ই Singular Number হয়ে থাকে। যেমন : Politics ,Thanks, Spectacles,Measles.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন