বায়ুচ স্পিনোজা (Baruch Spinoza)
বায়ুচ স্পিনোজা (Baruch Spinoza)
(1632-1677)
বাবুচ স্পিনোজা, যিনি বেনেডিক্ট স্পিনোজা নামে খ্যাত (বারুচের ল্যাটিন শব্দ হল বেনেডিক্ট), ১৬৩২ খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের আমস্টারডামে জন্মগ্রহণ করেন।
১৬৫৬ খ্রিস্টাব্দে তিনি ইহুদি ধর্মমত বর্জন করেন। তাঁর বিশ্বাস ও স্বাধীন চিন্তাধারার জন্য ইহুদি সম্প্রদায় তাঁকে বহিষ্কার করে। নিজেকে বিপদাপন্ন মনে করে তিনি আমস্টারডাম পরিত্যাগ করেন এবং হেগ-এ বসবাস করেন। সেখানে তিনি চশমার কাচ পালিশ করে জীবিকানির্বাহ করতেন। সত্যের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। উদারপন্থী ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের তিনি ছিলেন উগ্র সমর্থক। নিজের স্বাতন্ত্র্য বা স্বাধীনতা বজায় রাখার জন্য, ১৬৭৩ খ্রিস্টাব্দে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপকের আসন গ্রহণ করার আমন্ত্রণ তিনি প্রত্যাখান করেন; ফ্রান্সের রাজা চতুর্দশ লুই প্রদত্ত ভাতা (pension) তিনি প্রত্যাখান করেন। স্পিনোজার দর্শন দেকার্তের চিন্তাধারার দ্বারা প্রভাবিত। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে দেকার্ডের তত্ত্ববিষয়ক যুক্তির দ্বারা প্রভাবিত হয়ে স্পিনোজা ঈশ্বর বা প্রকৃতিকে একমাত্র দ্রব্য বলে গ্রহণ করেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন