রেনে দেকার্ড (René Descartes
রেনে দেকার্ড (René Descartes)
(1596-1650)
ফরাসি দার্শনিক রেনে দেকার্ড, ১৫৯৬ খ্রিস্টাব্দে ফ্রান্সের তুরাইন প্রদেশে La Haye নামক একটি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক দর্শনের জনক বলে খ্যাত। তিনি ছিলেন দার্শনিক, গণিতজ্ঞ এবং বৈজ্ঞানিক। তিনি বিশ্লেষণিক জ্যামিতির (Analytic Geometry) উদ্ভাবক। এই বিশ্বকে তিনি জড় ও গতিক্রিয়া দ্বারা ব্যাখ্যা করেন।
model
গণিতচর্চার ফলে তাঁর ধারণা হয় যে, একমাত্র গণিত সুস্পষ্ট ও সুনিশ্চিত জ্ঞান দিতে পারে। এই কারণে তিনি গণিতশাস্ত্রকে দর্শনের Model হিসাবে গ্রহণ করেন এবং দর্শনকে একপ্রকার Deductive System-এ পরিণত করেন। দেকার্ত ছিলেন দ্বৈতবাদী তিনি জড় (Matter) এবং আত্মা (Spirit) এই দুটি দ্রব্য স্বীকার করেন। এই দেহ জড়ের অংশ, এর ধর্ম বিস্তৃতি। মনের ধর্ম হল চিন্তন। মানবমন বা আত্মা দেহের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়া করে। তাত্ত্বিক দিক থেকে আত্মা দেহ থেকে ভিন্ন। দেকার্ত বিশ্বাস করতেন, এই বিশ্ব ঈশ্বরসৃষ্ট। তিনি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে দর্শনকে এক সর্বব্যাপক বিজ্ঞানসম্মত দর্শনে প্রতিষ্ঠা করেন। Discourse on the Method of Rightly Conducting One's Reasan and seeking for Truth in the Sciences (1637) তাঁর প্রণীত উল্লেখযোগ্য গ্রন্থ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন