Header Ads

Header ADS

ডেডিড হিউম (David Home)


ডেডিড হিউম (David Home)

(1711-1776)


খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এডিনবরাতে ডেভিড হিউম জন্মগ্রহণ করেন। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে তিনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। আইনশাস্ত্র ও দর্শন শাস্ত্রে তিনি সুপণ্ডিত। প্রখ্যাত ঐতিহাসিক হিসাবেও তিনি পরিচিত। সপ্তদশ শতকের মধ্যভাগে পাশ্চাত্য দার্শনিক চিন্তাধারায় দৃষ্টিবাদের (Empiricism) যে নবজাগরণ শুরু হয় তা হিউমের চিন্তাধারায় চরম পরিণতি লাভ করে। হিউমের এই দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তাঁর প্রণীত 'An Enquiry Concerning Human LUnderstand ing’ (১৭৪৮) গ্রন্থে, যদিও তাঁর প্রথম রচিত গ্রন্থ হল ‘A Treatise of Human Nature (১৭৩৯)। 'Enquiry' গ্রন্থে আছে কান্টকে ঘুম-ভাঙানের উপকরণ, আছে বুদ্ধির মুক্তির পথ। এই গ্রন্থ দিয়েই হিউমের মূল্যায়ন করা হয়, কারণ গ্রন্থটি হিউমের গভীর অন্তর্দৃষ্টির স্বাক্ষর বহন করে।


হিউম ইন্দ্রিয়জ ও ধারণার মধ্যে পার্থক্য করেন। ইন্দ্রিয়জ সব ধারণার পূর্বগামী। এর ভিত্তিতে তিনি জড় দ্রব্যের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব, কার্য-কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা অস্বীকার করেন এবং দৃষ্টিবাদের চরম পরিণতিরূপে একপ্রকার সংশয়বাদ সমর্থন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.