Header Ads

Header ADS

Biography of philosopher George Berkeley

জর্জ বার্কলি (বার্কলে) (George Berkeley)

(1685-1753)

Photo: George Berkeley


১৬৮৫ খ্রিস্টাব্দে ১৫ মার্চ আয়ারল্যান্ডের কাউন্টি কিলকেনিতে বার্কলি জন্মগ্রহণ করেন। ১৭০০ খ্রিস্টাব্দে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজে প্রবেশ করেন। পরবর্তীকালে তিনি আয়ারল্যান্ডের ক্লয়েন (Cloyne) এর বিশপ নিযুক্ত হন।

A Treatise Concerning the Principles of Human Knowledge এবং Three Dialogues between Hylas and Philonous' গ্রন্থে তাঁর দার্শনিক মতবাদের পরিচয় পাওয়া যায়। তাঁর মতবাদের নাম আত্মগত ভাববাদ। এই মতবাদ জড়বাদের বিরোধী। তিনি তথাকথিত জড়জগৎকে মনের ধারণায় পরিণত করেন। জ্ঞাতারূপে মন ও ঈশ্বরের অস্তিত্ব তিনি স্বীকার করেন। জন লকের চিন্তাধারার মূল সূত্রগুলি ধরে অথচ লকের সমালোচনা করে এই অসাধারণ ব্যক্তি তাঁর ভাববাদ (Idealism) প্রতিষ্ঠা করেছেন। এই ভাববাদের মূল প্রতিপাদ্য বিষয় হল জ্ঞেয় বস্তু মন বা চেতনার ওপর নির্ভরশীল, জাগতিক বস্তুর কোনো মন-নিরপেক্ষ সত্তা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.